Follow Us:

Activities

Activities

আমাদের কার্যক্রমসমূহ

সমন্বিত শিক্ষা কারিকুলাম

এ বিভাগে মাদরাসা ও জেনারেল শিক্ষা সমন্বিত কারিকুলাম অনুসরনে পাঠ দান করা হয়। এই কারিকুলামে শিক্ষার্থীরা দ্বীনি ও জাগতিক উভয় শিক্ষায় যোগ্য ও দক্ষ হয়ে গড়ে উঠবে।

হিফয বিভাগ

এই বিভাগে শিক্ষার্থীরা কুরআনুল কারীম সম্পূর্ন ৩০ পারা আন্তর্জাতিক মানের হিফয সম্পন্ন করার পাশাপাশি স্কুল শিক্ষায় ইংলিশ ভার্সনে ৫ম শ্রেনী কমপ্লিট করবে।

নাজেরা বিভাগ

এই বিভাগে ৩০ পারা কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে স্বল্প সময়ে মাশ্কসহ দেখে দেখে নাজেরা পড়া চালু করা হয়।

নূরানী বিভাগ

এই বিভাগে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে অতি অল্প সময়ে তাজবিদ ও সিফাতসহ কুরআনুল কারীম পড়তে শিখানো হয়।

কোরআন শিক্ষার কোর্স

আমাদের কোরআন শিক্ষার কোর্স শিক্ষার্থীদের কোরআন শুদ্ধভাবে পড়তে ও বুঝতে শেখায়। হিফজ, তাফসির, এবং তাজবীদ সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার সুযোগ রয়েছে।

দ্বীনিয়াত

স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সহিহ শুদ্ধভাবে কুরআনুল কারীমের তিলওয়াত, হাদীস, মাসআলা, মাসনুন দু’আ ও নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিংসহ দ্বীনের জরুরী বিষয়সমূহ শিক্ষা দেওয়া হয়।

ফরজে আইন কোর্স

জেনারেল শিক্ষিতদের জন্য আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত ও আখলাক বিষয়ে প্রয়োজন পরিমান দ্বীনি শিক্ষা দেওয়া হয়।

Testimonial

What People Say About Us